
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লি: রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ৭ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ রাজ্যের ভোটগ্রহণ প্রক্রিয়া। সারা নভেম্বর মাস জুড়েই চলবে ভোটগ্রহণ। পাঁচ রাজ্যের ভোটগণনা হবে ৩ ডিসেম্বর। সোমবার সাংবাদিক সম্মেলনে পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।
রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম- পাঁচটি রাজ্যে নির্বাচন হবে চলতি বছরের শেষে। সোমবার সাংবাদিক সম্মেলনে পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের ভোটযুদ্ধ। একমাত্র ছত্তিশগড়েই দুই দফায় নির্বাচন হবে। প্রথম দিনই ছত্তিশগড় ও মিজোরামে নির্বাচন হবে। ছত্তিশগড়ের দ্বিতীয় দফায় ভোট ভোটগ্রহণ হবে ১৭ নভেম্বর। রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা- এই তিন রাজ্যে এক দফাতেই ভোট হবে বলে জানিয়েছে কমিশন।
জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৭ নভেম্বর শুরু হবে মধ্যপ্রদেশের ভোটগ্রহণ। রাজস্থানে ভোট হবে ২৩ নভেম্বর। সবশেষে নির্বাচন হবে তেলেঙ্গানায়। ৩০ নভেম্বর সেরাজ্যে ভোট হবে। আগামী ৩ ডিসেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।