
বিক্রমাদিত্য বিশ্বাস, চাকুলিয়াঃ ২০১৬ সালে SSC নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার এই রায় দিয়েছে আদালত বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। এবার তা নিয়ে তীব্র পতিক্রিয়া দিলেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘‘২৬ বাজার শিক্ষকদের চাকরি চলে যাব, এমন বোমা। হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা পাশে আছি। যত দূর দরকার, লড়াই করব। মমতা আরও বলেন, ‘‘এই রায় বেআইনি। আমরা যাঁদের চাকরি দিচ্ছি, আপনারা আইনের খোঁচায় কেড়ে নিচ্ছেন। মমতা স্পষ্ট করে বলেন, আমায় জেলে পাঠাবেন? মানুষের পাশ থেকে সরব না।
সোমবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ার নির্বাচনী প্রচার সভা করেন তৃণমুল সুপ্রিমো। সেখান থেকেই থেকে চাকরিহারাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মমতা।