
নিজস্ব প্রতিনিধি : বিহারের কাটিহার জেলার বারসোইয়ে ক্রমাগত বিদ্যুৎ ছাঁটাই এর ঘটনায় সমস্যায় থাকা মানুষ প্রতিবাদে বিদ্যুৎ স্টেশনের অফিসের সামনে শান্তিপূর্ণ ধর্না অবস্থানে বসেন। ধর্নায় থাকা গ্রামবাসীদের সামলাতে গুলি চালায় পুলিশ। অসমর্থিত সূত্রের দাবি, পুলিশের গুলিতে আহত হন তিন বিক্ষোভকারী। যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য,কাটিহার জেলার বারসোইয়ে ক্রমাগত বিদ্যুৎ ছাঁটাই এর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসী। বারসোইয়ের গ্রামবাসীর অভিযোগ,ক্রমাগত বিদ্যুৎ ছাঁটাই এ চাষের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় কৃষকদের। তারপরই বিদ্যুৎ স্টেশনের অফিসের সামনে ধর্না করেন গ্রামবাসীরা। ধর্না চলাকালীন হঠাৎ করেই উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। বিক্ষোভকারীদের বিদ্যুৎ স্টেশনের সামনে থেকে সরাতে গেলে পুলিশ ও সাধারণ জনতার মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় ধস্তাধস্তি। বিদ্যুৎ স্টেশনের সামনে জিনিসপত্র ভাঙচুর করতে থাকে আম জনতা বলে অভিযোগ। বিক্ষোভ সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। বিক্ষোভকারীদের দমন করতে পুলিশ গুলি চালনাও করে। পুলিশের গুলিতে দুজনের মৃত্যু হয় এবং আহত হন বহু। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে নীতিশ কুমারের সরকারের ভূমিকা।