
ওঙ্কার ডেস্ক: আগামী ২০২৬ সালের শেষের দিকে মঙ্গল গ্রহ অভিযানে রকেট পাঠানো হবে বলে জানালেন ধনকুবের ইলন মাস্ক। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা।
এক্স-এর এক পোস্টে মাস্ক লিখেছেন, ‘আগামী বছরের শেষ নাগাদ মঙ্গলের উদ্দেশ্যে পৃথিবী ছেড়ে যাবে স্টারশিপ। সঙ্গে থাকবে অপ্টিমাস।’ একইসঙ্গে তিনি লিখেছেন, ‘স্টারশিপ রকেটের প্রাথমিক বিভিন্ন মিশন ঠিকঠাক চললে ২০২৯ সালের মধ্যেই মঙ্গলে মানুষের যাত্রা শুরু হতে পারে। তবে ২০৩১ সালে যাওয়ার সম্ভাবনা বেশি।’ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩৯৭ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া অতিশক্তিশালী রকেট মঙ্গলের উদ্দেশে পাড়ি দেবে এক রোবটকে সঙ্গে নিয়ে। মাস্কের সংস্থা টেসলার হিউম্যানয়েড রোবট অপটিমাস সেই যাত্রায় সঙ্গী হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই মঙ্গল গ্রহ অভিযানের লক্ষ্য নিয়েছেন ইলন মাস্ক। ২০১৬ সালে তিনি বলেছিলেন, ২০১৮ সালের প্রথম দিকে মঙ্গলে নিজের ড্রাগন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছেন তিনি। ২০২০ সালে এই ধনকুবের বলেছিলেন, তাঁর সংস্থা ছয় বছর পরই মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে। এরপর ২০২৪ সালে তিনি বলেন, ২০২৬ সালে মঙ্গল গ্রহে প্রথম স্টারশিপ রকেট পাঠাবেন তিনি।