
স্পোর্টস ডেস্ক :এগিয়ে গিয়েও ড্র। হ্যারি কেনের গোলও জিততে পারল না ইংল্যান্ড। শেষ ষোলোর অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। বৃহস্পতিবার ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ড্র করল ইংল্যান্ড। গ্রুপের প্রথম দু’ম্যাচ ড্র করে লড়াইয়ে টিকে থাকল ডেনমার্কও। সার্বিয়ার বিরুদ্ধে জিতলেও দাপুটে ফুটবল খেলতে পারেনি গ্যারেথ সাউথগেটের দল। এদিনও তাই। যদিও ম্যাচের ১৮ মিনিটে হ্যারি কেনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কাইল ওয়াকারের পাস থেকে বাঁ পায়ের শটে বল জালে রাখেন কেন। এবারের ইউরোতে প্রথম গোল ইংল্যান্ড অধিনায়কের। পিছিয়ে পড়ার পর আক্রমণ বাড়ায় এরিকসেনরা। ইংল্যান্ডের রক্ষণের ভুলে সমতা ফেরায় ডেনমার্ক। ম্যাচের ৩৪ মিনিটে মার্টিন হুলমান্ডের বক্সের বাইরে থেকে নেওয়া শট পোস্টে লেগে গোলে ঢুকে যায়। বিরতিতে স্কোর ছিল ১-১। ২০১৬ সালের পর এই প্রথম ইউরোর গ্রুপ পর্বে গোল হজম করল ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সাউথগেটের দলের সামনে। কিন্তু ম্যাচের ৫৬ মিনিটে ফিল ফোডেনের শট পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একাধিক বদল করেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ ইংল্যান্ডের কোচ। শেষ দশ মিনিটে গোলের সুযোগ পায় ডেনমার্ক। কিন্তু কাজে লাগাতে পারেনি।