
অপরূপা কাঞ্জিলাল: কিছুদিন আগেই বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান হয়েছে আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির এবং রাধিকা মার্চেন্টের। একাধিক তারকা খচিত ঝলমলে উৎসবের সাক্ষী হয়েছিল দেশি-বিদেশী তারকারা। শুধু তারকারা নয় বিজনেস টাইকুনরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তবে জামনগর এর সেই অনুষ্ঠান ফিকে হতে না হতেই আবারো এলাহী আয়োজন। এবার সুবিশাল ক্রুজে ঝলমলে উদযাপনের আয়োজন করেছে আম্বানিরা। ধীরে ধীরে এই বিশেষ উদযাপনের মুহূর্ত আসছে প্রকাশ্যে। ক্রুজ পার্টিতে দেখা মিলেছে সলমন খান, রণবীর সিং, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, সারা আলি খানদের। মেয়ে রাহার সঙ্গে অভিনেত্রী আলিয়া ভাটের একটি নতুন ছবি অনলাইনে সামনে এসেছে। রণবীর-কন্যার মিষ্টি ছবিতে মন মজেতে নেটিজেনদের।ছবিতে দেখা যাচ্ছে, হলুদ রঙের পোশাক পরা আলিয়া মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে সাদা পোশাকে রাহাকে বেশ মিষ্টি দেখাচ্ছে।
মুখে মিষ্টি হাসি আর রাহার চোখে ঝিলিকেই ফিদা নেটাপাড়া। ছবিতে দেখা গেল আলিয়ার হাতে আইসক্রিম, এবং রাহার মুখে সেই আইসক্রিম লেগে রয়েছে। বোঝাই যাচ্ছে আইসক্রিম খেতে দারুণ ভালোবাসে রাহা।গত বছর ক্রিসমাসে প্রথম রাহাকে মিডিয়ার সামনে এনেছিলেন রণবীর-আলিয়া। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া সেনসেশন এই খুদে। ছবিতে আরও একটা জিনিস নজরে এল। বয়স সবে দেড় বছর, কিন্তু তাতে কী! ইতিমধ্যেই ফ্যাশন সচেতন রাহার বাবা মা, প্রায়শই তাদের দেখা যায় রাহার সাথে ম্যাচিং করে ড্রেস আপ করেন তারা। ছোট্ট রাহার এই ছবি সামনে আসতেই খুদের প্রতি ভালবাসা উজার করে দিয়েছেন নেটাগরিকরা।