
অপরূপা কাঞ্জিলালঃ মায়ের মত নাকি বাবার মত? নাকি একেবারে ঠাকুরদার মত?
কার কথা বলছি? ঠিক ধরেছেন কথা হচ্ছে কাপুর পরিবারের এক ছোট্ট সদস্যের সম্পর্কে , রণবীর কাপুর এবং আলিয়া ভাট কাপুরের কন্যা আদরের রাহা। বেশ কয়েক বছর বাদে তাকে প্রকাশ্য আনবেন এমনটা শোনা গেলেও ২০২৩ এর বছর শেষের ডিসেম্বরের ২৫ তারিখ বড়দিনের দিন দর্শক তথা অনুরাগীদের উপহার দিলেন রনবীর কাপুর এবং আলিয়া ভাট কাপুর। সাংবাদিকদের মাধ্যমে সকলকে তারা দেখালেন তাদের আদরের হৃদয়ের টুকরো রাহাকে। আর এরপরে প্রশ্ন আসছে রাহাকে কেমন দেখতে? এককথায় বলা যেতে পারে কিউটের ডিব্বা। তবে অনেকেই বলছেন নীল চোখের শিশুটিকে একেবারেই তার ঠাকুরদা ঋষি কাপুরের মতো দেখতে। যখন সে ভ্রূকুটি করেছে তখন তো একেবারেই ঋষি কাপুরের মতোই লেগেছে। পাশাপাশি সাংবাদিকদের সামনে নিয়ে আসার সময় আগেভাগে রণবীর জানিয়েছিলেন যেন কেউ বেশি চিৎকার না করে। রাহা বোধ হয় বেশি চিৎকার চেঁচামেচি পছন্দ করে না। কিছু মনে পড়লো? আসলে সাংবাদিকদের সামনে আসার আগে এমনটা কিন্তু বলা হতো ঋষি কাপুরের ক্ষেত্রেও কারণ তিনিও মোটেই চিৎকার চেঁচামেচি পছন্দ করতেন না। তবে এদিন রনবীর কাপুর এবং আলিয়া ভাটকে বেশ খুশি দেখাচ্ছিল তাদের সন্তানকে সকলের সামনে নিয়ে আসতে পেরে। তবে রণবীর কাপুরকে যেন এদিন একটু বেশিই আনন্দিত দেখাচ্ছিল আসলে সম্প্রতি একটি প্রশ্নোত্তর পর্বে রনবীর নিজেই জানিয়েছিলেন যে তিনি ভীষণ আগ্রহী তার মেয়েকে সকলকে দেখানোর জন্য কিন্তু বিবিজানের বারণ, তাই অগত্যা তিনি সবার সামনে মেয়েকে আনার অনুমতি এখনো পাননি তবে তিনি যেখানেই যান সকলকে তার ফোনে তার মেয়ের ছবি দেখান। আর এদিন সম্ভবত বাধা পেরিয়ে মেয়েকে পৃথিবীর সামনে আনতে পেরে বেজায় খুশি দেন রনবীর কাপুর।