
ওঙ্কার ডেস্ক: অভিষেক-ঐশ্বর্যর সংসারে নাকি চিড় ধরেছে। তাঁদের বিয়ে ভাঙ্গার জল্পনার খবর সমাজ থেকে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে বহুবার। এমনটাও শোনা যায় যে, তাঁদের আইনি বিচ্ছেদ নাকি সময়ের অপেক্ষামাত্র। বি টাউনে কান পাতলে এমন কথাই শোনা যেত। এই কানাঘুষোর মাঝে যেন বোমা ফাটালেন প্রাক্তন বিশ্বসুন্দরী। ১৮ তম বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে অভিষেক ও আরাধ্যার সঙ্গে মিষ্টি ছবি পোস্ট করলেন ঐশ্বর্য।
সেই তাঁদের ছবিতে সাদা পোশাকে দেখা গিয়েছে। অভিষেকের বাহুলগ্না স্ত্রী ও মেয়ে। তিনজনের হাসিখুশি ছবি। ছবিটি পোস্ট করে একটি সাদা রঙের হৃদয়ের ইমোজি দিয়েছেন অভিনেত্রী। অবশ্য অভিষেক বিবাহবার্ষিকী নিয়ে আলাদা করে কোনও সোশাল মিডিয়ায় এখনও পর্যন্ত কোনও পোস্ট করেননি। আর এই পোস্ট বিচ্ছেদের জল্পনা উড়িয়ে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাঁর অনুরাগীরা খুবই খুশি। ভক্তরা নানান মন্তব্যে ভরিয়ে দিয়েছে সমাজমাধ্যম।
গত ২০০৭ সালে বিয়ে করেন অভিষেক-ঐশ্বর্য। ২০১১ সালে বচ্চন পরিবারের আসে নতুন সদস্য আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। বলিপাড়ায় রটে যায় মনখারাপ করা খবর। তবে এত টানাপোড়েনের মাঝে অভিনেত্রী ছবি পোস্ট করে জল্পনা আরও খানিকটা বাড়িয়ে দিল তা বলাই যায়।