
ওঙ্কার ডেস্ক: বিশ্বসুন্দরীর গাড়ি দুর্ঘটনার খবর তোলপাড় সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যম। জানা গেছে, বুধবার মুম্বইয়ের এক ব্যস্ত রাস্তায় একটি সরকারি বাস পিছন থেকে ধাক্কা দেয় গাড়িটিকে। পরিচিত নম্বর প্লেট দেখেই ফটো শিকারীরা বুঝে যান গাড়িটি প্রাক্তন বিশ্বসুন্দরীর। তারপরেই শুরু হয় হইচই।
একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে ঐশ্বর্যার। তার মধ্যে এটি ছিল তাঁর নতুন গাড়ি। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ১.৪৯ কোটি টাকা। তবে জানা গিয়েছে, গাড়িটির বিশেষ কোনও ক্ষতি হয়নি। ঐশ্বর্যা বা তাঁর পরিবারের কেউই গাড়িতে ছিলেন না বলেও জানা গিয়েছে।
গত বছর দীপাবলিতে গাড়িটি কিনেছিলেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে একদল ছবিশিকারি চিনতে পারেন গাড়িটি। সেখান থেকেই ওঠে হইহই রব। যদিও প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ির ভিতরে ছিলেন কেবল চালক। তিনি ঘটনার পরই বাইরে বেরিয়ে এসে গাড়িটি দেখেন। তখনই আশপাশে ভিড় জমতে শুরু করে। তারপরেই গাড়ি নিয়ে বেরিয়ে যান চালক।