
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ড নিয়ে বেশ কয়েকদিন কোনও প্রতিক্রিয়া জানাননি বলি তারকা অমিতাভ বচ্চন। শুধু নিজের সমাজমাধ্যমে কিছু সঙ্কেত পোস্ট করছেন তিনি। ‘অপারেশন সিঁদুর’-এর জয়জয়কারে সরব হয়েছিলেন সব বলি তারকারা। কিন্তু মুখে কুলুপ এঁটে একের পর এক সাঙ্কেতিক পোস্ট করছিলেন বর্ষীয়ান তারকা। অনুরাগীদের দাবি ছিল, এই সঙ্কেতের আড়ালে রয়েছে বিশেষ কোনও বার্তা। অবশেষে রবিবার পহেলগাঁও ঘটনার নিন্দা করে বক্তব্য রাখেন অমিতাভ। এ বার আরও এক পোস্টে আসল দেশনায়কের কথা বললেন অমিতাভ।
তুলসীদাসের ‘রামচরিত মানস’-এর একটি অংশ ভাগ করে নেন অভিনেতা। তাঁর ব্যাখ্যাও নিজেই জানিয়েছেন বিগ বি। তিনি লিখেছেন, “যুদ্ধে যে দেশনায়কেরা যান, তাঁরা তাঁদের বীরত্ব নিয়ে ঢাক পেটান না। তাঁরা যুদ্ধক্ষেত্রে লড়াই করে নিজেদের বীরত্ব দেখান। নিজেদের বীরত্বের প্রশংসা ওঁরা নিজেরা করেন না।”
রবিবার সকালে প্রথম নীরবতা ভাঙেন অমিতাভ। তাঁর পোস্টে লিখেছিলেন, ছুটির অবসরে, ওই রাক্ষস, নির্দোষদের ওপর হামলা চালালো, তাঁর ধর্ম যাচাই করার পর, যখন তাঁকে গুলি করতে শুরু করল, তখন স্ত্রী হাঁটু গেড়ে বসে অনুরোধ করল, তাঁর স্বামীকে যেন না মারা হয়; কিন্তু সেই রাক্ষস তাঁর স্বামীকে খুবই নির্মম ভাবে গুলি করে তাঁকে বিধবা বানিয়ে দিল!!