
ওঙ্কার ডেস্ক: অবশেষে নীরবতা ভাঙলেন বলিউড স্টার আমিতাভ বচ্চন। গত কুড়ি দিন ধরে তিনি ‘ব্ল্যাঙ্ক পোস্ট’ করেছেন! টানা ‘ব্ল্যাঙ্ক পোস্ট’করার পর রবিবার সকালে মৌন অবস্থা থেকে বেরিয়ে এসে পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিগ বি। নিজের সুপারহিট ছবি ‘অগ্নিপথ ছবির বিখ্যাত সংলাপ তুলে ধরলেন বর্ষীয়ান অভিনেতা।
হিন্দিতে লেখা ওই পোস্টে পহেলগাঁওয়ের ভয়ংকর ঘটনার কথা অমিতাভ উল্লেখ করেছেন। এবং তা কীভাবে অপারেশন সিঁদুর নিয়েও লেখেন। আর তারপর তুলে ধরেছেন তাঁর বাবা কবি হরিবংশ রায় বচ্চনের লেখা পঙক্তি। উল্লেখ্য, ওই পঙক্তি ‘অগ্নিপথ’ ছবিতেও ব্যবহৃত হয়েছিল।
প্রসঙ্গত, ২২ এপ্রিল শেষবার পোস্ট করেছিলেন অমিতাভ। কিন্তু পহেলগাঁও হামলা ঘটে যাওয়ার পর থেকেই তিনি কেবলই ফাঁকা পোস্ট করতে থাকেন। যাকে ঘিরে কৌতূহলও তৈরি হয়েছিল। অবশেষে নীরবতা ভেঙে জঙ্গি হামলা নিয়ে তীব্র নিন্দা করে পোস্ট করতে দেখা গেল তাঁকে। এর আগে আমির খান, সইফ আলি খান, রণবীর সিং, সিদ্ধার্ত মালহোত্রা, জাহ্নবী কাপুরসহ বহু অভিনেতা-অভিনেত্রীকেই ওই ঘৃণ্য জঙ্গি হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।