
ওঙ্কার ডেস্ক: দুসংবাদ বলিউডে! অসুস্থ সঙ্গীতশিল্পী এআর রহমান। রবিবার সকালে ঘুম ভাঙতেই বুকে অসম্ভব ব্যথা শুরু হওয়ায় দ্রুত ভর্তি করা হল চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে।
রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন। ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে। শোনা যাচ্ছে, শিল্পীকে হয়তো অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। আপাতত পর্যবেক্ষণে রাখা হচ্ছে রহমানকে।
প্রসঙ্গত, গত বছরের শেষে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি ঘটেছিল এ আর রহমানের। অস্কারজয়ী শিল্পীর আশা ছিল একসঙ্গেই বিয়ের তিরিশতম বছর উদযাপন করবেন। কিন্তু তা হয়নি। রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু বিচ্ছেদের কথা সকলকেই জানিয়ে দেন। সমাজমাধ্যমে বেদনাদায়ক পোস্টের মাধ্যমে এই বিচ্ছেদের খবর জানান অস্কারজয়ী সঙ্গীতশিল্পী। বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন তাঁরা সেই বিষয়ে কিছু জানা যায়নি। অবশ্য সেই সময় সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন শোনা গেলেও সায়রা-রহমান দুজনেই তা উড়িয়ে দেন। তাঁদের তিন সন্তান- খাতিজা, রহমান ও আমিন। জানা গিয়েছে, গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। তাঁর অস্ত্রোপচার হয়েছে।