
ওঙ্কার ডেস্কঃ ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়নি বাংলাদেশ। তবে ঢাকায় শুরু হওয়া রেইনবো চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে ভারতীয় ছবি। ঢাকা চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১১ জানুয়ারি ,চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে।
৪ টি ভারতীয় ছবি রয়েছে এই চলচ্চিত্র উৎসবে, যার মধ্যে রয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘পদাতিক’। তালিকায় রয়েছে, পরিচালক শমীক রায় চৌধুরীর ‘বেলাইন’ও। পরিচালক যতলা সিদ্ধার্থ’র ‘ইন দ্য বেলি অফ এ টাইগার’, পরিচালক অভিলাষ শর্মা’র ‘সোয়াহা’, পরিচালক উজ্জ্বল পলের ‘ক্লার্ক’।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। ১১ জানুয়ারি বিকালে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং।
দেশ বিদেশের শতাধিক চলচ্চিত্রের পাশাপাশি থাকবে সেমিনার। এছাড়াও দেশের তারকা শিল্পী-নির্মাতাদের পাশাপাশি অংশ নেবেন নানা দেশের সিনেমার মানুষ।