
ওঙ্কার ডেস্ক: বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত বলিউডের জনপ্রিয় সজ্জাশিল্পী বিক্রম গায়কোয়াড। শনিবার মুম্বইয়ের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৫ বছর। পরিবার সূত্রে খবর, বিক্রম গায়কোয়াড উচ্চ রক্তচাপজনিত সমস্যা ভুগছিলেন। বেশ কয়েকদিন মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তিও ছিলেন। অবশেষে জীবনাবসান হল তাঁর। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্টের আকস্মিক প্রয়াণের খবর পেয়ে শোকাহত বলিউড দুনিয়া। শোকপ্রকাশ করেছেন আমির খান, রণবীর সিং-সহ বহু অভিনেতা।
বলিউডের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক ছিল মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াডের। বলা হয়, তাঁর হাতের ছোঁয়াতেই অভিনেতা, অভিনেত্রীরা যেন হয়ে উঠতেন আসল চরিত্র! দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে শুধু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বাংলা, দক্ষিণী, মারাঠি সিনেজগতেও কাজের ছাপ রেখে গিয়েছেন বিক্রম। ‘সঞ্জু’, ‘দঙ্গল’, ‘দ্য ডার্টি পিকচার’, ’83’, ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। চরিত্রগুলিকে করে তুলেছেন জীবন্ত। এছাড়াও বাংলায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘জাতিস্মর’-এর মেকআপ আর্টিস্ট ছিলেন বিক্রম। ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার জন্য ২০১২ সালে প্রথম জাতীয় পুরস্কার পান তিনি। দু’বছর তাঁকে আরও একটি জাতীয় পুরস্কার এনে দেয় ‘জাতিস্মর’ ছবিটি।
বিক্রম গায়কোয়াডের মৃত্যুর খবর পেয়ে কার্যত ভেঙে পড়েন আমির খান। ‘দাদা’ বলে সম্বোধন করে ইনস্টায় দীর্ঘ পোস্ট করেন। অভিনেতা লেখেন, আমার বহু ছবির সঙ্গী ছিলেন বিক্রম। তাঁর হাতের ছোঁয়ায় বহু অভিনেতার পর্দার চেহারাই আজীবন মনে থেকে গিয়েছে সকলের। এভাবে বিদায় জানাতে হবে, মানতে পারছি না।
ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি ছবি ‘এইট্টি থ্রি’-তে রণবীর কাপুরকে পর্দায় কপিল দেব করে তুলেছিলেন বিক্রমই। সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি রণবীর। তিনিও মৃত্যুসংবাদে শোকপ্রকাশ করেছেন। ইতিমধ্যেই বিক্রম গায়কোয়াডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে দাদারের শিবাজি পার্কে।