
ওঙ্কার ডেস্ক: দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদীর সাহসী প্রেমের গল্প—‘গেহরাইয়াঁ’। ২০২২ সালে মুক্তি পেয়েছিল বলিউডের এই ছবি। শহুরে সম্পর্কের জটিলতা আর খুলমখুল্লা আবেগ নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও ধৈর্য কারওয়া।

পরিচালক শকুন বাত্রার এই সিনেমায় শারীরিক মাখামাখি দৃশ্যের অভাব ছিল না, আর সেই দৃশ্যগুলো বাস্তবভাবে ফুটিয়ে তুলতেই নেওয়া হয়েছিল ইন্টিমেসি কো-অর্ডিনেটরের সাহায্য।এই ছবিতে দীপিকার সাহসী অভিনয় দেখে মন ভরেছে তাঁর স্বামী রণবীর সিং। ছবি দেখে স্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। কিন্তু চতুর্বেদীর বাড়িতে দেখা গিয়েছিল অন্য ছবি।

‘গেহরাইয়াঁ’-এ দীপিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যায় সিদ্ধান্তকে। তবে তাঁর এই অভিনয় দেখে বাড়ির লোকজন খুশি হননি। এক সাক্ষাৎকারে সিদ্ধান্ত মজার ছলে বলেন, “বাবা তো স্পষ্টই বললেন, ‘বড্ড বেশি ঘনিষ্ঠতা দেখিয়ে ফেলেছ!’ সিদ্ধান্ত আরও বলেন, “কাকা খুব কম কথা বলেন। সিনেমা দেখার পর শুধু চুপচাপ হেসে গিয়েছেন। ওই লজ্জায় মুখ ঢেকে তাকানোটা ছিল সবচেয়ে স্পষ্ট প্রতিক্রিয়া!