
ওঙ্কার ডেস্ক: সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরে দোল উপলক্ষে পুজো দিতে গিয়েছিলেন হেমা মালিনী। বিতর্ক শুরু সেখান থেকেই। জগন্নাথভূমে মথুরার বিজেপি সাংসদের পুজো দেওয়া ‘জগন্নাথ সেনা দল’ নামে এক ধর্মীয় সংগঠন সমর্থন করেনি। তাঁদের অভিযোগ, পুরীর মন্দিরে হেমা মালিনীর প্রবেশ নিয়ম বহির্ভূত। সেই অভিযোগ তুলেই সাংসদ-অভিনেত্রীর বিরুদ্ধে সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
দোল পূর্ণিমার পুণ্যতিথিতে পদ্মশিবিরের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন হেমা। আর সেই খবর চাউর হতেই জগন্নাথ সেনা দল আপত্তি তোলে। সংশ্লিষ্ট ধর্মীয় সংগঠনের দাবি, পুরী মন্দিরের নিয়ম ভেঙেছেন হেমা মালিনী। জগন্নাথ সেনা দলের দাবি, ১৯৭৯ সালের আগস্ট মাসে ফয়জাবাদে এক মসজিদে গিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন তাঁরা। কারণ অভিনেতার প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি। আর হিন্দু ধর্মে প্রথমা স্ত্রীর সঙ্গে আইনি মতে বিচ্ছেদ না হওয়া পর্যন্ত অন্য কাউকে বিয়ে করার নিয়ম নেই। সেই জন্যই নাকি সেবছরেই তাঁরা ধর্ম পরিবর্তন করেন। তাঁদের মত, মথুরার বিজেপি সাংসদ জগন্নাথ মন্দিরের নিয়মভঙ্গ করে হিন্দু ধর্মীয় ভাবাবাগে আঘাত হেনেছেন। যে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে জগন্নাথভূমের ওই ধর্মীয় সংগঠন।