
ওঙ্কার ডেস্ক: বাংলা ছবির সুপারস্টার জিৎ গত কয়েকবছরে নানারূপে ধরা দিয়েছেন। ‘খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে ভক্তদের। তারপর থেকেই একাধিক ছবি নিয়ে কথা চলছিলই। শোনা যাচ্ছে, এই প্রথম বায়োপিকে দেখা যাবে জিৎকে। পরিচালকের আসনে থাকবেন পথিকৃত বসু।
বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল, কিন্তু কার চরিত্রে অভিনয় করবেন জিৎ? জানা জাচ্ছে, কোনও এক বিপ্লবীর বায়োপিকে দেখা যাবে জিৎকে। কার্যত সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল। জানা যাচ্ছে, চট্টগ্রাম এক বিপ্লবীর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। কীভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায়, তাঁর নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিংহ, তা তুলে দেখানো হবে এই ছবিতে।
অভিনেতা জানান, এর আগে কোনওদিন কারোর বায়োপিকে অভিনয় করার সুযোগ হয়নি বলেই এই সিদ্ধান্ত। পরিচালকের কথায়, “স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ককেই আমরা মনে রাখি। কিন্তু ইনি একজন ভুলে যাওয়া মানুস। যার কথা অনেকেরই অজানা। সেই কারণেই অনন্ত সিংহের বায়োপিক করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।” সূত্রের খবর, চলতি বছরের শুরু হতে চলেছে এই ছবির কাজ।
প্রসঙ্গত, ‘সাথী’র ‘বিজয়’ বর্তমানে টলিউডের ‘বস’। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে বাইশটি বছর পার করে ফেলেছেন জিৎ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই প্রযোজকের ভূমিকাও সামাল দিচ্ছেন। তাঁর ফিল্মি কেরিয়ারে ফ্লপ-এর সংখ্যাও হাতেগোনা! নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-অভিনেতাকে অন্যমাত্রার সাফল্য এনে দিয়েছে।