
ওঙ্কার ডেস্ক: এক সময় বাংলা বিনোদন দুনিয়া তাঁকে কাজ দিতে নারাজ ছিল। তাঁর ছবি মানেই ফ্লপ এমনও শোনা গিয়েছিল। সেখান থেকে দিন এগিয়েছে অনেক, এখন তিনি সফল ভাবে কাজ করছেন বিনদনের প্রায় সব মাধ্যমেই। এবার সেই যিশু সেনগুপ্তের তরফ থেকে এল বড় খবর। দর্শক এত দিন তাঁকে প্রযোজক-অভিনেতার ভূমিকায় দেখে এসেছেন। সেই অভিনেতা এবার নতুন রূপে।
গুঞ্জন, তাঁর নামের আগে পরিচালকের তকমা যোগ হতে চলেছে। সব ঠিক থাকলে নাকি মহেশ ভট্ট পরিচালিত ‘অর্থ’ ছবির বাংলা রূপান্তর করতে চলেছেন তিনি। যে ছবির পরতে পরতে পরকীয়া এবং ভালবাসা জড়ানো। তা জানিয়েছেন খোদ অভিনেতার প্রযোজক বন্ধু অভিনেতা-প্রযোজক সৌরভ দাস। তাঁর কথায়, “হ্যাঁ, একটি ছবি করতে চলেছি। অবশ্যই আমাদের সঙ্গে মহেশজি রয়েছেন। তবে একটি মৌলিক গল্প থেকে ছবি হবে। মুম্বইয়ে মহেশজির দলের চিত্রনাট্যকার ছবির গল্প লিখছেন।” আগামী বছর ছবির শুটিং হতে পারে।
সৌরভ আরও জানান, অতীতে হিন্দিতে সম্পর্ক নিয়ে নানান ভালো ছবি তৈরি হয়েছে। তেমনই ধারারই ছবি বানানোর চেষ্টা চলছে। মহেশের ‘অর্থ’ ছবিতে এক দম্পতির জীবনের নানা পর্যায় নিয়ে গল্প। তবে অভিনয়ে কারা থাকবেন সে বিষয় এখনও নিরধারন করা হয়নি।