
ওঙ্কার ডেস্ক: অপেক্ষা শুধু রাত নামার। হলিউড, বলিউডের তাবড় তারকারা কোন পোশাকে কান চলচ্চিত্র উত্সবের রেড কার্পটে হাঁটবেন, তা নিয়েই কৌতূহল সকলের। ন্যুডিটি নিয়ে এবার কান-এ নতুন নিয়ম করা হলো, তা নজর কেড়েছে। শেষ কয়েক বছরে রেড কার্পেটে ন্যুডিটি বেড়ে যাচ্ছিল। এমন পোশাক পরে আসছিলেন তারকারা, যাতে তাঁদের দেখতে সুন্দর লাগলেও, এতটাই শরীর দেখা যাচ্ছিল সেসব পোশাকে তাতে সমস্যা তৈরি হয়েছে। কান-এর এই নতুন নিয়মে সিনেমাপ্রেমীদের একাংশ অবশ্য ক্ষুব্ধ। সোশ্য়াল মিডিয়ায় একজনের বক্তব্য, ”কান স্বাধীনতার পক্ষে। এখানে শিল্পীদের মত প্রকাশ করার স্বাধীনতা থাকে। তাঁদের শিল্পীসত্তাকে উৎসাহ দেওয়া হয়। পোশাকের উপর নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা অবাক করা।”
পাশাপাশি লং ট্রেন ড্রেস নিষিদ্ধ করা হয়েছে এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। এমন ড্রেসে বহু নায়িকাকে আগেও মঞ্চে অপূর্ব সুন্দরী লেগেছে তা নিয়ে সংশয় নেই। তবে এমন ড্রেস পরে গিয়ে অনুষ্ঠানে বসতে সমস্যা হয়। পাশের অতিথির কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত কিছু ভেবে এবার ড্রেসকোডে কিছু পরিবর্তন আনা হলো। কোন ধরনের ব্যাগ নেওয়া যাবে, তাও বলে দেওয়া হয়েছে। টোট ব্যাগ বা ব্যাকপ্যাক নিয়ে যাওয়া যাবে না কান-এর রেড কার্পেটে।
গত বছর পায়েল কাপাডিয়ার ছবির হাত ধরে কান-এ নজর কেড়েছিল ভারত। এবার নজর থাকবে ঐশ্বর্য রাই বচ্চন আর আলিয়া ভাটের দিকে। কোনও ছবির জন্য নয়, বরং বিশেষ অ্যাসোসিয়েশনের জন্য কান-এর রেড কার্পেটে উপস্থিত থাকবেন তাঁরা। আলিয়ার কান ডেবিউ সিনেমাপ্রেমীদের মধ্যে ঝড় তুলবে তেমনই আঁচ করা হচ্ছে।