
ওঙ্কার ডেস্ক: সংবাদের শিরোনামে প্রায়ই থাকেন কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজ। গত দেড় বছর ধরে সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষেরও শিকার হয়েছেন তিনি। যদিও সবসময় স্পষ্ট কথায় উত্তর দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার কমেন্টের উত্তর সবসময় দেন না অভিনেত্রী। তবে এবার দুই বিষয় জবাব দেওয়াটা জরুরী মনে করলেন তিনি। সম্প্রতি মমতা শঙ্করের সঙ্গে শ্রীময়ী একটি ছবি শেয়ার করেছিলেন সেখানেই মন্তব্য করেছেন। আর সেই মন্তব্য চোখে পড়তেই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তা দিলেন শ্রীময়ী।
বললেন, “সম্ভবত গত দুদিন আগে আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, সেখান থেকে আমি মমতাশঙ্কর দির সঙ্গে ছবি দিয়েছিলাম। পম্পা ভট্টাচার্য মুখার্জি আপনি কমেন্ট করেছেন যে রুচিশীল মানুষ হয়ে কী ভাবে রুচিহীন এমন অমানুষগুলোর সঙ্গে বসেন। প্রথম কথা আমার মনে হচ্ছে, আপনি যদি এতই রুচিশীল হন তাহলে এত রুচিবোধ নিয়ে, রুচিশীল হয়েও হঠাৎ ছবিগুলো দেখছেন আবার মন্তব্যও করছেন! আমি বুঝতে পারলাম না। আমার তো মনে হচ্ছে আপনি যমেরও অরুচি। অন্যদিকে, কাঞ্চনের প্রথম সন্তান ও স্ত্রীর থেকে কাঞ্চনকে আলাদা করে নেওয়া প্রসঙ্গে শ্রীময়ীকে কটাক্ষ করায় তিনি উত্তর দেন, “আপনি কি জানেন কে কার থেকে কাকে ছাড়িয়ে এনেছেন? আপনি বোধহয় বিয়ে করে ভাল করে সুখে নেই! আপনি নিজের চরকায় তেল দিন।