
ওঙ্কার ডেস্কঃ নতুন বছরে একের পর এক ছবি। ছবির পাশাপাশি বাদ যাচ্ছে না সিরিজও। নতুন বছরে আরও একবার অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে একেনবাবু হিসেবে। পাহাড়, জঙ্গল পেরিয়ে এবার সোজা পুরীতে যাচ্ছেন একেনবাবু, সঙ্গে বাপিবাবু ও প্রমথও।
একেনবাবুর এই সিরিজের নাম ‘পুরো পুরী একেন’। নতুন বছরে নতুন অভিযানে একেনবাবু। সেই অভিযানেরই একঝলক প্রকাশ পেল নতুন বছরে। আগামী ২৩ জানুয়ারি হইচই-এর মঞ্চে মুক্তি পাবে এই সিরিজ। কিন্তু যেখানে একেনবাবু থাকবেন, সেখানে কোনও রহস্য থাকবে না সেটা কি সম্ভব? বাঙালির প্রিয় পুরী কি হত্যাপুরীতে বদলে যাবে? এইসব প্রশ্নের উত্তর মিলবে সিরিজের গোটা পর্ব জুড়ে।
এই সিরিজ পরিচালনায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ‘পুরো পুরী একেন’ সিরিজে একেনবাবু অনির্বাণ চক্রবর্তী। বাপি ও প্রমথর চরিত্রে সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। এছাড়া পারমিতার চরিত্রে থাকছেন রাজনন্দিনী এবং অভীকের চরিত্রে অভিনয় করবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।