
ওঙ্কার ডেস্কঃ ইন্দিরা ধরের ‘পুতুল’ ছবি আরও একবার খবরের শিরোনামে ,এবার পৌঁছে গেলো অস্কারের সেরা ছবি গুলির তালিকায় । ‘পুতুল’ ছবির ‘ইতি মা’ গান অস্কারের দরজা থেকে ফেরত এলেও, আবারও অস্কার দৌড়ে নাম উঠলো এই ছবির। অস্কারের ওয়েবসাইটে সেরা ছবির বিভাগে মনোনয়ন পেল ইন্দিরা ধরের প্রথম ছবি ‘পুতুল’।
খেলার পুতুলকে বিষয় করে নির্মিত এই ছবি। পরবর্তী প্রজন্ম রাস্তায় দিন কাটাচ্ছে এই ভাবনা থেকেই ছবির গল্প মাথায় এসেছিল পরিচালকের। প্রথম ছবিতেই বাজিমাত করেছেন তিনি। প্রথম কোনও বাংলা ছবি অস্কারের সেরা মনোনয়ন বিভাগে জায়গা পেল। পরিচালক তাঁর তৈরি ছবি অস্কারে মনোনয়ন পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন অস্কার টিমকে। সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেক্ট হয়েছে প্রতিযোগিতার জন্য। অস্কারে ছবির নাম প্রকাশে আবেগঘন পরিচালক ইন্দিরা ধর।
এখন শেষ অবধি এই ছবি লড়াইয়ের ময়দানে টিকে থাকে কি না সেটাই দেখার। জানা যাচ্ছে, আগামী ৮ জানুয়ারি থেকে অস্কারের দ্বিতীয় এবং অন্তিম নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ১২ তারিখের মধ্যে।