
ওঙ্কার ডেস্ক: দিনকয়েক ধরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। কিরণ মজুমদার ও সায়ন্ত মোদকের বিচ্ছেদ ঘিরে শুরু হয় শোরগোল। ইতিমধ্যেই মডেল কিরণ সায়ন্তর বিরুদ্ধে এনেছেন বেশ কিছু অভিযোগ অন্যদিকে সায়ন্তও জানিয়েছে তার বক্তব্য। কিরণ মজুমদারের ইউটিউব চ্যানেলে করা ভিডিওতে বক্তব্য রেখেছিলেন সায়ন্তর প্রাক্তন প্রেমিকা দেবচন্দ্রিমা সিংহ রায়। কিরণের পাশে দাঁড়িয়েছেন তিনি। কিরণ, দেবচন্দ্রিমার পর এবার সায়ন্তকে নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। এক সময় তিনিও সায়ন্তর সঙ্গে সম্পর্কে ছিলেন। দেবচন্দ্রিমার সঙ্গে প্রেম ভাঙার পর, কিরণের সঙ্গে প্রেম শুরু হওয়ার ঠিক আগেই প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে ছিলেন সায়ন্ত।
তাঁর কথায়, “ভগবান কাউকে ছাড়ে না। কখনও সত্যিটা সামনে আনিনি। তবে এবার আনব। এখনও কথা বলার মতো অবস্থা আছে? আমি জানি নিজেকে ঠিক প্রমাণ করার জন্য ভিডিয়ো আসবে। অবাক হয়ে যাই, আর কত মিথ্যে?” সায়ন্তর সঙ্গে বিচ্ছেদের পর সম্পর্কে জড়ান অভিনেত্রী।অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে রেজিস্ট্রি হয়ে গিয়েছে প্রিয়াঙ্কার। সায়ন্ত ও শুভ্রজিৎ বন্ধু। তাঁদের বিচ্ছেদের পর এই নিয়ে অতীতে বহু কথাও শুনতে হয় প্রিয়াঙ্কাকে।
এর আগে অবশ্য সায়ন্তর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন অভিনেতা। এক ভিডিয়োবার্তায় দাবি করেছিলেন, তাঁর নামে যা বলা হচ্ছে তা মিথ্যে। যদিও নেটিজেনদের বক্তব্য, মিথ্যে বলছেন সায়ন্তই! তাঁদের দাবি, ‘দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা ও কিরণ– একসঙ্গে তিনজন মেয়ে মিথ্যে বলতে পারেন না”।