
ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার একটি প্রথম সারির প্রসাধনি সংস্থার ফ্যাশন শো’এ প্রথমবার যোগ দিতে মুম্বইয়ে উড়ে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন বাঙালি সাজে পোশাকশিল্পী অভিষেক রায় সাজিয়েছিলেন বুম্বাদাকে। তাঁর বাঙালিয়ানা বাড়িয়ে তুলতে কালো রঙের মানানসই পোশাক বেছে নিয়েছিলেন শিল্পী! এ দিন মঞ্চে তারকাদের ভিড়। প্রসেনজিৎ ভিড়েও নজরকাড়া। ধুতির কোঁচা দুলিয়ে মঞ্চের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তাঁর হেঁটে বেরানো— অতীতের সংস্কৃতিকেই আরও একবার তাজা করে দিয়েছেন। উপস্থিত দর্শকদের দাবি, জরি পাড়ের চুনোট ধুতি-জামদানি পাঞ্জাবি, তার উপরে স্যাটিনের জারদৌসি কাজের কোট পরে বাংলার ‘বুম্বাদা’ অনুষ্ঠানের মাত্রা বাড়িয়ে দিয়েছেন কয়েকগুণ!
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন বলিউডেরও। সিরিজ, সিনেমায় নিজেকে মেলে ধরছেন অভিনেতা। শোনা যাচ্ছে, বাংলা ধারাবাহিকের মতো হিন্দি ধারাবাহিকও প্রযোজনা করতে চলেছেন। অভিষেকের কথায়, “ বুম্বাদাকে বেছে নেওয়ার কারণ, আমার সাজের বিষয় বাঙালিয়ানা। এই মুহূর্তে বাংলার বিনোদন দুনিয়া থেকে উপযুক্ত ব্যক্তি বুম্বাদা। ওঁকে বাঙালি সাজে দুর্দান্ত মানায়।”
পোশাকশিল্পী জানিয়েছেন, শো-এর দিনেও ভোর পাঁচটা পর্যন্ত শুটিং করেছেন প্রসেনজিৎ। তার পর উড়ে গেছেন মুম্বই। অভিষেকের পোশাক পরে, রূপটান নিয়ে সোজা মঞ্চে।