
ওঙ্কার ডেস্ক: বাংলা নতুন বছরে সুখবর জানিয়েছিলেন ছিলেন যিশু সেনগুপ্ত। অভিনেতা সৌরভ দাসের সঙ্গে নতুন প্রযোজনা সংস্থা চালু করেছেন অভিনেতা। যার নাম দিয়েছেন ‘হোয়াই সো সিরিয়াস’। সেই সংস্থার সঙ্গে নাম জুড়েছে বলিউড পরিচালক মহেশ ভাটেরও। শুধু বাংলা নয়, যিশুর এই সংস্থা কাজ করবে বলি পাড়াতেও। এবার আরও একটি সুখবর দিলেন যীশু। ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারের সঙ্গে জুড়ে গেল যিশু সেনগুপ্তের নাম।
অভিনেতা নিজের সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারে তাঁর নাম লেখা রয়েছে। সঙ্গে লেখা, ‘অল দ্য বেস্ট বস’। এই ছবি দেখে ইতিমধ্যেই নেটপাড়ায় কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন, এবার নাকি রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে দেখা যাবে যিশুকে! পরিচালক নিজেই জল্পনা উসকে দিলেও এবিষয়ে খলাখুলি বলেননি কিছুই। এদিকে মুখ খুলতে নরাজ যিশু সেনগুপ্তও।
কানাঘুষো শোনা যাচ্ছে, যিশু-সৌরভের প্রযোজনা সংস্থার সঙ্গে নাকি যুক্ত হচ্ছে রোহিত শেট্টির প্রযোজনা সংস্থা। ঠিক কোন কাজে দুই তারকা এক হচ্ছেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে যিশু ইদানীং টলিউডের পাশাপাশি নিজের অভিনয় দিয়ে বলিউডেরও নজর কেড়েছেন। পাশাপাশি প্রশংসা অর্জন করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও। এখন নতুন কি আসছে সেই দিকেই নজর সকলের।