
ওঙ্কার ডেস্ক: এক দুষ্কৃতীর ছুরিকঘাতে জখম হলেন বলিউড অভিনেতা সইফ আলি খান। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে বুধবার মধ্যরাতে তিনি ছুরিকাহত হন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে। চিকিৎসার জন্য অভিনেতাকে ভর্তি করা হয়েছে বান্দ্রার লীলাবতী হাসপাতালে। ইতিমধ্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। তাঁর দেহ থেকে প্রায় তিন ইঞ্চির একটি ধারালো ধাতব বস্তু বের করেছেন চিকিৎসকরা। মনে করা হচ্ছে সেটি ছুরির ভাঙা অংশ। পাশপাশি সইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ করেছেন চিকিৎসকরা। করা হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ও। অভিনেতা বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার মধ্যরাতে অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টা করে দুষ্কৃতীরা। অভিনেতার মেরুদণ্ডের কাছে এবং ঘাড়ের কাছে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। সারাদেহে মোট ছয়টি ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনায় ইতিমধ্যে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যে ব্যক্তি সইফ আলি খানের উপর আক্রমণ করেছে সে ধরা পড়েছে কিনা তা এখনও জানা যায়নি।
মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বিষয়টি নিয়ে বলেন, ‘এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।’