
ওঙ্কার ডেস্ক: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার পর অপরাধীকে পাকড়াও করতে গোটা মুম্বইজুড়ে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি অভিযানের পর এক সন্দেহভাজনকে আটক করলেন তদন্তকারীরা।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে বান্দ্রা থানায় নিয়ে আসা হচ্ছে। তবে তিনি ছুরি নিয়ে হামলা করেছিলেন কিনা তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ওই সন্দেহভাজনকে বান্দ্রা রেল স্টেশনের কাছে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ।
তদন্তকারীরা জানতে পারেন, ধরা পড়ার আগে সন্দেহভাজন পোশাক পরিবর্তন করেছে। ইতিমধ্যে সইফের উপর আক্রমণের ঘটনার তদন্তে ২০টি দল গঠন করেছে পুলিশ। মূল অভিযুক্তকে ধরতে তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা।
পুলিশ সূত্রের খবর, আক্রমণকারীদের খোঁজে তদন্তকারীদের দল ভাসাই এবং নালাসোপারায় তল্লাশি অভিযান চালাচ্ছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে সইফের বাসভবনে ‘সৎগুরু শরণে’ ঢুকেছিল।