
ওঙ্কার ডেস্ক: হিন্দি ছবি দিয়েই বলিউডে অভিষেক সেই হিন্দি ছবি নিয়েই হতাশায় সানি দেওল। ১৯৮৩ সালে ‘বেতাব’ ছবি দিয়েই কাজ শুরু করেছিলেন অভিনেতা। কিন্তু এবার বলিউড থেকে সরে দাঁড়াতে চাইছেন তিনি। ইন্ডাস্ট্রিতে চার দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন সানি দেওল। তবে কেন এই হতাশা অভিনেতার।

বর্তমানে নতুন ছবি ‘জাট’এর প্রচারের ব্যস্ততার মধ্যেই হিন্দি ছবি নিয়ে হতাশা প্রকাশ করলেন সানি দেওল। সোমবার প্রকাশ্যে এসেছে সানির নতুন ছবি ‘জাট’-এর ঝলক। অভিনেতার ভক্তরা এই ছবি নিয়ে ইতিমধ্যেই উৎসাহ প্রকাশ করেছেন। তবে সানি বলিউডে নিয়ে বেশ হতাশ। গত বছর বলিউডের একের পর এক বড় বাজেটের ছবি ব্যর্থ হয়েছে। সানির মতে, বলিউড প্রযোজকদের দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা উচিত। অভিনেতা বলেন, ‘‘আমি মুম্বইয়ের প্রযোজকদের বলব দক্ষিণী প্রযোজকদের থেকে ছবি বানানো শিখতে। দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে আমি খুবই খুশি।’’ অভিনেতা আরও জানান, প্রযোজকের সঙ্গে পরবর্তী ছবি নিয়েও কথা হয়েছে। অভিনেতার কথায়, ‘‘হয়তো আমি আগামী দিনে দক্ষিণে গিয়েই পাকাপাকি ভাবে থাকা শুরু করব।’’

বলিউডে একের পর এক ছবি ব্যর্থ হবার কারণ হিসাবে তিনি বলেন, ‘‘আগে পরিচালকরা গল্প শোনাতেন। সেটা পছন্দ হলে প্রযোজকরা ছবিটি তৈরি করতেন। কিন্তু এখন কর্পোরেট সব কিছু ঘেঁটে গিয়েছে। ছবি তৈরির প্রতি সকলেরই অনীহা জন্ম নিচ্ছে।’’ অভিনেতার মতে, যে কোনও ছবির সাফল্য নির্ভর করে তার গল্পের উপর। প্রসঙ্গত, দক্ষিনী সিনেমা তৈরির কৌশল, অ্যাকশন, গল্প এবং তাঁদের বাজেট ছাপিয়ে যাচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রিকে। বাংলা থেকে হিন্দি অভিনেতারাও দিনে দিনে ঝুঁকছেন দক্ষিনী ছবির দিকে।