
ওঙ্কার ডেস্ক: সম্প্রতি বেঙ্গালুরুতে কনসার্টে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ আসে গায়ক সোনু নিগমের কাছে। একপ্রকার দুর্ব্যবহারের সঙ্গে ‘জোরাজুরি’ই করা হয় গায়ককে, তা বলাই যায়! কিন্তু তাতে রেয়াত করেননি গায়ক। পালটা তিনি সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসের উদাহরণ দেখিয়ে বলেন, “এমন মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।” সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সমাজমাধ্যম। সমালোচনার ঝড় বয়ে যায় তাঁকে নিয়ে। জল গড়িয়েছে বহুদূর, এবার সংশ্লিষ্ট ইস্যুতে ‘উসকানিমূলক মন্তব্যে’র অভিযোগে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল।
জানা গিয়েছে, ‘কর্ণাটক রক্ষণা বেদিকে’ নামে কন্নড়ের এক সমাজসেবী সংস্থার তরফে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, “গায়ক পহেলগাঁও সন্ত্রাসের সঙ্গে কন্নড় ভাষা জুড়ে দিয়ে, কন্নড়ের মানুষদের ভাবাবেগে আঘাত এনেছেন। এই অপমান গোটা কন্নড়বাসীর। সংগঠনের দাবি, সোনু নিগমের মন্তব্য শুধু অসংবেদনশীলই নয় বরং বিপজ্জনকও। তাই ‘কর্ণাটক রক্ষণা বেদিকে’ সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও রেখেছে।
২৬ এপ্রিল বেঙ্গালুরুর বীরগোনগরের ইস্ট পয়েন্ট ই়ঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠান ছিল সোনু নিগমের। সেখানেই এক ছাত্র তাঁকে কন্নড় ভাষায় গান গাইতে বলে রীতিমতো দুর্ব্যবহার করে। দর্শকাসন থেকে চিৎকার করে বলে, কন্নড় ভাষায় গান করুন। সোনুর দাবি, ওই ছাত্রের আচরণ মোটেও ভালো ছিল না। যার ফলে, রীতিমতো রেগে যান গায়ক। গান থামিয়ে বলেন, ওর জন্মের আগে আমি কন্নড় ভাষায় গান করেছি। কেরিয়ারের শুরু থেকে নানান গান গেয়েছি। তার মধ্যে কন্নড়ও রয়েছে। আমি যখন এখানে আসি, অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা পাই। আমার কর্নাটকেও নানা অনুষ্ঠান থাকে। তবে এই ছেলেটির ব্যবহার অপমানজনক। এরপরই সোনু নিগম বলেছিলেন, “এই কারণে পহেলগাঁওয়ে হামলা হয়েছিল। দয়া করে যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাঁকে দেখুন। আমি সকলকে ভালোবাসি। আমি অবশ্যই কন্নড় ভাষায় এক লাইন হলেও গাইব। আমি সকলকে সম্মান করি। সুতরাং মানবিক আচরণ করুন।”