
ওঙ্কার ডেস্ক: ফের খবরের শিরোনামে গায়ক সোনু নিগম। তাঁর কনসার্ট ঘিরে নতুন সমস্যা। সোনু নিগম বরাবরই শ্রোতাদের মন জয় করে এসেছেন একের পর এক গান উপহার দিয়ে। যদিও গত কয়েকদিন ধরে তাঁর কনসার্ট ঘিরে নানা অপ্রীতিকর ঘটনা সামনে উঠে আসছে সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যমেও। এবার তালিকা থেকে বাদ পড়ল রাজধানীও। দিল্লির এক কনসার্টে নাকি তাঁকে লক্ষ্য করে নানা জিনিস ছুঁড়ে মারা হয়। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন সোনু নিগম।
দিল্লি টেকনোলজিক্যাল বিশ্ববিদ্য়ালয়ের ফেস্টের মঞ্চে গান গাইছিলেন সোনু। তারপরেই দর্শকের দিক থেকে মঞ্চে পাথর, জলের বোতল ছোড়া হচ্ছে। মঞ্চ প্রায় ভরে যায় পাথরে। প্রথমটায় আবাক হয়ে গিয়েছিলেন সোনু। মঞ্চের পিছন দিকে গিয়ে মাইকে বলতে শুরু করেন– আপনারা এমন কেন করছেন? আমি তো আপনাদের আনন্দ দিতে এসেছি। দয়া করে এটা বন্ধ করুন।
এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে যে শো চলাকালীন বোতল ও পাথর নিক্ষেপ করা হয়েছিল। এমন কিছুই হয়নি। কেউ একটি ভেপ (ই-সিগারেট) নিক্ষেপ করেছিল যা শুভঙ্করের বুকে লেগেছিল। আমি যখনই জেনেছিলাম, তখনই শো থামিয়ে বলেছিলাম যে যদি আবার এমন হয়, তাহলে শো বন্ধ করে দেওয়া হবে।’