
ওঙ্কার ডেস্ক: একসময় তাঁদের প্রেম ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। কাপুর পরিবারের মেয়ে করিনা আর শাহিদ কাপুরের সম্পর্ক নিয়ে তখন ভক্তদের আগ্রহ তুঙ্গে। কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ফাটল ধরে। বহু বছর পর ফের করিনা এবং শাহিদকে দেখা গেল আইফা অ্যাওয়ার্ডসের সংবাদিক সম্মেলনে। বহু বছর পর একে অপরের মুখোমুখি হয়ে জড়িয়ে ধরলেন শাহিদ কাপুর ও করিনা কাপুর খান। শুধু আলিঙ্গনই নয়, পাশাপাশি দাঁড়িয়েও ক্যামেরার সামনে পোজ দেন তাঁরা। ইতিমধ্যেই সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে। ভক্তরা মন্তব্য করেছেন “নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না!”, “অলৌকিক ব্যাপার!” কেউ আবার লিখলেন, “যব উই মেট পার্ট ২ চাই!”
এই জল্পনায় মুখ খুললেন শাহিদ নিজেই। আইফার গ্রিন কার্পেটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের মধ্যে এরকম দেখা-সাক্ষাৎ হয়েই থাকে। এটা আমাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার। আজ স্টেজে দেখা হয়েছে, ভবিষ্যতেও এমন দেখা হবে। মানুষ যদি এটা পছন্দ করেন, তবে তা খুবই ভাল।”
২০০০ সালে শাহিদ ও করিনা সম্পর্কে ছিলেন। ‘ফিদা’, ‘চুপ চুপ কে’র মতো ছবিতেও তাঁদের রসায়ন দেখা গিয়েছিল। সেই সময়ে পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়েছে।