
স্পোর্টস ডেস্ক :অপ্রত্যাশিত হার বেলজিয়ামের!
স্লোভাকিয়ার রক্ষণের কাছে হার মানতে হলো লুকাকু দের। উয়েফা ইউরোর গ্রুপ ই’র বেলজিয়াম বনাম স্লোভাকিয়া ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হারতে হলো বেলজিয়ামকে। খেলার একেবারে শুরুতেই ৭ মিনিটের মাথায় ইভান স্ক্র্যনজের গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া। তারপর থেকেই বেলজিয়াম মুহুর্মুহু আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেনি। ডি ব্রুইন বেশ কিছু গোল মুখী ভালো সুযোগ তৈরি করেছিলেন তবে আজ ম্যাচ জুড়ে চরম ব্যর্থ লুকাকু। তিনটি বড়ো সুযোগ হাতছাড়া করার পাশাপাশি তার একটি গোল হ্যান্ডবলের এবং আরেকটি গোল অফসাইডে বাতিল হয়। ফলে ম্যাচের ৬০ মিনিটেই তাকে তুলে নেন কোচ টেরেস্কো।
ইউরোর শুরুতেই বড়ো ধাক্কা খেয়ে কপালে চিন্তার ভাঁজ বেলজিয়ামের।অপরদিকে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয় লাভ করে দর্শকদের সাথে সেলিব্রেশন করতে দেখা গেলো গোটা স্লোভাকিয়া দলকে