
সুরজিৎ দাস, ওঙ্কার বাংলা: পরকীয়া সম্পর্কের বাধা সরাতে নিজের স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয় খুন করে স্ত্রীর দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে ও অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়া নতুন বুইচা এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত বধূর নাম অপর্ণা হালদার। ১২ বছর আগে নদিয়ার ফুলিয়া নতুন বুইচা এলাকার বাসিন্দা সুখেন বিশ্বাসের সঙ্গে প্রেম করে অপর্ণার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকে নানান কারণে অপর্ণার উপর অত্যাচার চালাতেন সুখেন। কয়েক বছর ধরে পরকীয়া সম্পর্কেও জড়িয়েছিলেন সে।
মৃতার পরিবারের অভিযোগ, শুক্রবার তাঁদের মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসেছিল কিছু কাগজপত্র নিতে। তারপর শনিবার সকালে তাঁরা জানতে পারেন অপর্ণা হালদারের মৃত্যু হয়েছে। এর পরেই ক্ষোভে ও এবং কান্নায় ভেঙে পড়ে মৃতার পরিবার। তাঁরা জানান, তাঁদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। কারণ গতকাল রাতেও ফোন করে জানিয়েছিল তার ওপর অত্যাচার হচ্ছে। এরপর শনিবার সকালে তাদের মেয়ের মৃত্যু সংবাদ পান তাঁরা। জামাই সুখেন বিশ্বাস এবং তার পরিবার অপর্ণাকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ পরিবারের।
ইতিমধ্যে এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। অভিযুক্তের দৃষ্টান্তমূলক সাজা চাইছেন তাঁরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে ঘটনার পরই অভিযুক্ত সুখেন বিশ্বাস পলাতক।