
ওঙ্কার ডেস্ক: বারংবার মিছিল মিটিং, পর পর তিনবার ‘দিল্লি চলো’ অভিযান ব্যর্থতার পর অন্য রাস্তা বেছে নিলেন পাঞ্জাবের কৃষকরা। পুলিশ বাধা সৃষ্টি করায় দিল্লি চলো অভিযান স্থগিত হয় কৃষকদের তারপরই রেল অবরোধের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের কৃষকেরা। মঙ্গলবার কৃষক নেতা সড়ওয়ান সিংহ পন্ধ এই নয়া কর্মসূচির কথা ঘোষণা করেছেন। কর্মসূচি চলবে বুধবার ১২ টা থেকে ৩টে পর্যন্ত। শনিবার সংঘর্ষে পুলিশের সাথে বচসা ও হাতাহাতির পর তৃতীয় বারের মত শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করেছিলেন কৃষকরা। পরিস্থিতি সামাল দিতে আম্বালার বিস্তীর্ণ অংশে ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। যাত্রা শুরুর কিছুসময়ের মধ্যেই শম্ভু সীমানার কাছেই মিছিল আটক করে পুলিশবাহিনী। পুলিশের পক্ষ থেকে ছোঁড়া হয় জলকামান ও কাঁদানে গ্যাস। আটকে আহত হন ১৭ জন কৃষক। ২৬ নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করার পর আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। তিন বারের প্রচেষ্টা পূর্ণতা লাভ না করায় এই পন্থা অবলম্বন করছেন কৃষকরা। তাঁদের অভিযোগ কেন্দ্র কোনরকম সহায়তা করছেনা তাঁদের। কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করতেই তাঁদের এই কর্মসূচী।