
ওঙ্কার বাংলা ডেস্ক: ফের পুলিশের সঙ্গে সংঘর্ষ কৃষকদের। দিল্লি-পঞ্জাবের শম্ভু সীমানায় কৃষকদের মিছিল আটকালে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। শনিবার ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনরত কৃষকরা। তাই আগে থেকেই শম্ভু সীমানায় ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। এদিন ১০১ জন কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ব্যারিকেড টপকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারী কৃষকদের জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোঁড়ে পুলিশ। এই সংঘর্ষের ফলে ১৭ জন কৃষক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এরপর বাধার মুখে পড়ে ‘দিল্লি অভিযান’ স্থগিত করে দেন কৃষক নেতারা। রাজধানীর দিকে ফের তারা অভিযান করবেন নাকি অন্য পথে আন্দোলন চালিয়ে যাবেন সেই বিষয়ে এখনও কিছু জানাননি কৃষকরা। নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন। উল্লেখ্য ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব এবং পেনশনের ব্যবস্থা-সহ একগুচ্ছ দাবিতে ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছেন পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা। গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষকেরা দিল্লি সংলগ্ন পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থান করছেন। নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে গত নভেম্বর মাস থেকে দফায় দফায় ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন তাঁরা।