
ওঙ্কার বাংলা ডেস্ক: শুক্রবারের পর রবিবারও কৃষকদের দিল্লি চলো অভিযান ঘিরে উত্তেজনা।কৃষকদের মিছিলে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ। ফের শম্ভু সীমান্তে আটক কৃষকেরা।ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব এবং পেনশনের ব্যবস্থা-সহ একগুচ্ছ দাবিতে ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছেন পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা। রবিবার সেই মিছিল পৌঁছয় পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায়। সেখান থেকে কৃষকদের মিছিল দিল্লির দিকে এগোতেই কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। কাঁদানে গ্যাসের ফলে জখম হয়েছেন তিন কৃষক। এর আগে শুক্রবারও পুলিশ কৃষকদের মিছিলে কাঁদানে গ্যাস ছুঁড়েছিল। সেদিন অসুস্থ হয়ে পড়েছিলেন অন্তত ছয় জন কৃষক।
শুক্রবার দিল্লি অভিযানের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি। কিন্তু সেদিন পুলিশের বাধার মুখোমুখি হয়ে নতুন করে আবার কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। রবিবারও দিল্লি অভিযানের ডাক দেন তাঁরা। সংযুক্ত কিসান মোর্চা এবং কিসান মজদুর মোর্চা, দুই সংগঠনের তরফে রবিবার মিছিলের ডাক দেওয়া হয়। এদিন ১০১ জন কৃষকের মিছিলে অনুমতি দিয়েছিল পুলিশ। কিন্তু এদিন যখন কৃষকরা শম্ভু সীমানায় পৌঁছন তখন তাঁদেরকে আটকে দেওয়া হয়। পুলিশের দাবি, ১০১ জনকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এদিন যাঁরা মিছিলে এসেছেন তাঁরা ওই ১০১ জনের কেউ নন। যা নিয়ে শুরু হয় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি। উত্তেজনা তৈরী হলে পুলিশ বেশ কয়েক দফায় কাঁদানে গ্যাসের শেল ফাটায়।