
ওঙ্কার বাংলা ডেস্ক: কৃষকদের দিল্লি অভিযানের মিছিল ,হরিয়ানার শম্ভু সীমানায় আটকে দিল পুলিশ। মিছিলে ছোঁড়া হয়েছে টিয়ার গ্যাস। অশান্তির আশঙ্কায় ইতিমধ্যে অম্বালায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। পুলিশ জানিয়েছে, অশান্তির আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, পেনশনের ব্যবস্থা, কৃষি ঋণ মকুবের দাবি-সহ বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি। এদিন সেই অভিযানের উদ্দেশ্যে হরিয়ানার অম্বালায় জড়ো হন কৃষকেরা। সেখান থেকে শম্ভু সীমানায় পৌঁছতেই তাদেরকে আটকে দেওয়া হয়। হরিয়ানার অম্বালায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অশান্তি হতে পারে এই আশঙ্কায় শুক্রবার সকাল থেকেই বেশকিছু স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি একসঙ্গে একাধিক মেসেজ পাঠানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি ডিসেম্বর মাসের ৯ তারিখ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।