
ওঙ্কার ডেস্ক:৮ই ডিসেম্বর ব্যর্থ হওয়ার পর ফের আজ শনিবার “দিল্লী চলো” অভিযান শুরু করল সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চার ১০১ জন কৃষক। এদিন সকাল থেকেই তাদের রুখতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন এবং সকাল থেকেই আম্বালা অঞ্চলে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এর আগে রবিবার অর্থাত ৮ তারিখ অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেদিন পুলিশের হস্তক্ষেপে রণে ভঙ্গ দিতে হয় আন্দোলনরত কৃষকদের।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে পঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি, দিল্লি সংলগ্ন পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসে রয়েছেন তারা। ২৬ শে নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করার পর আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে এবং ৬ই ডিসেম্বর দিল্লী চলো অভিযান করেন পুলিশি তৎপরতায় তা ব্যর্থ হওয়ার পর ফের ৮ই ডিসেম্বর অভিযান করার চেষ্টা করে পুলিশ প্রথমে ব্যারিকেড করে তারপর ক্রমাগত কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ছত্রভঙ্গ করে কৃষকদের।
মিছিলের উপর পুলিশি হানার নিন্দা করে কৃষক নেতা সরওয়ান সিংহ পান্ধ বলেছেন, বারবার দিল্লী ঢোকার আগে আমাদের আটকে দেওয়া হয়, আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আন্দোলনকারী কৃষকদের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে চেয়েছিলেন। সে কারণেই ট্রাক্টরের বদলে মাত্র ১০১ জন প্রতিনিধিকে নিয়ে পায়ে হেঁটে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এছাড়াও তাদের প্রতি সরকারের উদাসীনতার কটাক্ষ করে কৃষক নেতা সরওয়ান সিংহ বলেন যতদিন অব্দি আমাদের দাবিগুলো নিয়ে সরকার তৎপর হবে ততদিন আমাদের এই আন্দোলন জারি থাকবে।