
ওঙ্কার নিউজ ডেস্ক: নতুন করে দিল্লি চলো অভিযান শুরু হতে তুমুল সংঘর্ষ হরিয়ানার শম্ভু সীমান্তে। হরিয়ানা পুলিশের গুলি চালনায় মারা গেলেন ২১ বছর বয়সী কৃষক শুভকরন সিং। গুলি চালানোর আগে পুলিশ ব্যাপকভাবে টিয়ার গ্যাস চালায়।
পুলিশের টিয়ার গ্যাসের পাল্টা কৃষকেরা শুকনো লঙ্কার বস্তায় আগুন জ্বালিয়ে পুলিশের দিকে ছুড়ে দিতে শুরু করে। এরপরই পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে না পেরে গুলি চালায়। কৃষকদের অভিযোগ পুলিশ সরাসরি আন্দোলনকারীদের মাথা লক্ষ করে গুলি চালিয়েছে ।
বুধবার সন্ধ্যা পর্যন্ত তুমুল সংঘর্ষ চলে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে। শেষ পাওয়া খবরে জানা গেছে পাতিয়ালার একটি হাসপাতালে ভর্তি হওয়া আরো দুই কৃষকের অবস্থা আশঙ্কা জনক।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী টুইট করে এই ঘটনা তীব্র নিন্দা করেছেন। অন্যদিকে হরিয়ানা পুলিশের এক উচ্চ আধিকারিক অডিও ভিসুয়াল ক্লিপে বার্তা পাঠিয়েছেন কৃষকদের উদ্দেশ্যে শান্ত থাকবার জন্য। যদিও তাতে বিশেষ কাজ হয়নি।
রাকেশ টিকায়েতনেতৃত্বাধীন ভারতীয় কিষাণ ইউনিয়ন এতদিন পর্যন্ত শম্ভু সীমান্তের ইস্যুতে চুপচাপ থাকলেও পরিস্থিতির চাপে বুধবার মুখ খুলেছেন। বলেছেন কৃষকদের দিল্লি যেতে না দেওয়া হলে উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে রাজনৈতিক নেতাদের ঢোকা বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে কৃষকদের ছোড়া পাথরের আঘাতে ১৪ জন হরিয়ানার পুলিশকর্মী জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।