
স্পোর্টস ডেস্ক :কথা রাখলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ফেডারেশন সভাপতি হয়ে তিনি বলেছিলেন বন্ধ হয়ে যাওয়া ফুটবল টুর্নামেন্টগুলো শুরু করবেন। সেটাই করলেন। ভারতীয় ফুটবলের উন্নতিতে আরও এক পদক্ষেপ এগিয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এবার ঐতিহ্যবাহী ফেডারেশন কাপ শুরুর কথা ঘোষণা করে দিল ভারতীয় ফুটবল সংস্থা। ছয় বছর পর ফের শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা।
ভারতীয় ফুটবলের অন্যতম পুরনো এই টুর্নামেন্টকে বেশ বড় আকারেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। পাশাপাশি আইলিগেও নয়া পাঁচটি দলের সংযুক্তির কথা ঘোষণা করা হয়েছে। এআইএফএফের কমিটি সিদ্ধান্ত নিয়েছে ২০২৩-২৪ মরসুম থেকে প্রিমিয়র টুর্নামেন্ট হিসেবেই আয়োজন করা হবে ফেডারেশন কাপ। সোমবার বেঙ্গালুরুতে এআইএফএফের এক্সিকিউটিভ কমিটি মিটিং ছিল। সেখানে আই লিগে পাঁচটি নয়া দলকে সংযুক্তির কথা ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের বারাণসীর ওয়াইএমএস ফিনান্স প্রাইভেট লিমিটেড, পঞ্জাবের নামধারি সিডস প্রাইভেট লিমিটেড, কর্ণাটক বেঙ্গালুরুর নিমিডা ইউনাইটেড স্পোর্টস ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, দিল্লির কনকাটিনেট অ্যাডভেস্ট অ্যাডভাইজারি প্রাইভেট লিমিটেড এবং হরিয়ানার বাঙ্কারহিল প্রাইভেট লিমিটেড বিড করেছে পাঁচটি দলের জন্য।