
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা FEMA কাণ্ডে স্বামী অনিল আম্বানির পর এবার ইডির দফতরে হাজিরা দিলেন স্ত্রী টিনা আম্বানি। প্রসঙ্গত সোমবারই বিশিষ্ট শিল্পপতি এবং রিলায়েন্স এডিএ গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানিকে মুম্বইয়ের দফতরে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারীকরা। ইডির গোয়েন্দারা বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন এবং বিদেশে অবৈধ ভাবে টাকা রাখার মামলায় তাঁকে দীর্ঘক্ষণ জেরার পাশাপাশি তাঁর বয়ানও রেকর্ড করেন। তার ২৪ ঘণ্টা কাটকে না কাটতেই মঙ্গলবার অনিল আম্বানির স্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী টিনা আম্বানি ডেকে পাঠান কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। ইডির তলব পেয়ে এদিন ইডি দফতরে হাজিরাও দেন টিনা আম্বানি। প্রসঙ্গত গতবছরই সুইস ব্যাঙ্কের দুটি বিদেশি অ্যাকাউন্টে অঘোষিত ৮১৪ কোটি টাকা রাখার অভিযোগ উঠেছিল অনিলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ৪২০ কোটি টাকা আয়কর ফাঁকির অভিযোগও এনেছিল আয়কর দফতর। প্রসঙ্গত ইয়েস ব্যাঙ্ক কাণ্ডে ২০২০ সালেও অনিল আম্বানিকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এদিনের ইডির তলবের পর ফের জল্পনা বেড়েছে রাজনৈতিক এবং বানিজ্য মহলে। তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয় নি অনিল আম্বানি গোষ্ঠী।