
স্পোর্টস ডেস্ক : প্রকাশ্যে চলে এলো কোপা আমেরিকার সূচি। ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ২১ জুন তারিখ উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিপক্ষে থাকবে কানাডা অথবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
জুন মাস থেকে শুরু হচ্ছে ৪৮তম কোপা আমেরিকা। মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। ইতিমধ্যেই ১৪টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি আছে দুটি দল। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের ম্যাচ হবে না।গ্রুপ এ – আর্জেন্টিনা, পেরু, চিলি এবং (কানাডা/ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।
গ্রুপ বি – মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং জামাই…
গ্রুপ সি – মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা এবং বলিভিয়া।
গ্রুপ ডি – ব্রাজিল, কলোম্বিয়া, প্যারাগুয়ে এবং (কোস্টারিকা/হন্ডুরাস)