
সঞ্জয় রায়চৌধুরী, ওঙ্কার বংলা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ভুয়ো ভোটার চিহ্নিত করতে এবার ময়দানে নামলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার ভোটার তালিকা হাতে নিজের ৮২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন পুরসভার মেয়র।
‘ভুতুড়ে ভোটার’ অনুসন্ধানে এদিন ফিরহাদ হাকিম ভোটারদের নাম মিলিয়ে দেখেন তালিকার সঙ্গে। অভিযানে নেমে বেশ কয়েক জন মৃত ভোটারের সন্ধান পান তিনি। কারা বাড়িতে আছেন, আবার কারা এখানে থাকেন না সবই জানতে চেয়েছেন মেয়র। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে আক্রমণ শানান ফিরহাদ হাকিম। তিনি অভিযোগ করেন সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে। তাঁর অভিযোগ, দেশের গণতান্ত্রিক পদ্ধতিকে ভেঙে দিয়ে নিয়োগ করা হয়েছে নয়া মুখ্য নির্বাচন কমিশনারকে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সমাবেশ ছিল। সেই সমাবেশের মঞ্চে সদ্য নিযুক্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের সকলেই ‘বিজেপির লোকজন’ বলে দাবি করেন তিনি। এছাড়া ‘ভূতুড়ে’ ভোটার নিয়েও ওইদিন ক্ষোভ উগরে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও লেখেন। পাশাপাশি, ভুয়ো ভোটার চিহ্নিত করার এই কাজকে ‘আই ওয়াশ’ বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।