
ওঙ্কার বাংলা ডেস্ক: সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেকসময় মৎস্যজীবীরা অন্য রাষ্ট্রের জলসীমান্তে ঢুকে পড়েন বা বিপর্যয়ের মুখে পড়ে সীমান্ত লঙ্ঘন হয়ে যায়। যার ফলে তাঁদেরকে গ্রেফতার হয়ে থাকতে হয় জেলে। এবার ভারত ও বাংলাদেশে বন্দি মৎস্যজীবীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল দুই দেশের সরকার। মৎস্যজীবী ও নৌকর্মীদের পারস্পরিক এই আদানপ্রদান দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী ও নৌকর্মী এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবী ও নৌকর্মী। তাঁদেরকে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে তৎপর হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রক। আগামী রবিবারের মধ্যে মৎস্যজীবীদের এই আদানপ্রদান সম্পন্ন হবে বলে আশাবাদী বাংলাদেশ। মৎস্যজীবীদের মুক্তির পাশাপাশি ভারতে আটক বাংলাদেশের দু’টি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ছয়টি ফিশিং বোটও হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ।