
সঞ্জয় রায় চৌধুরী, কলকাতাঃ ইতিমধ্যে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই জন্ম নিয়েছে রেমাল। রবিবার মধ্যরাতে উপকূল এলাকায় আছড়ে পড়ার কথা রয়েছে। রেমালের দাপটে টানা ২১ ঘণ্টা দমদম বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ।
রেমালের দাপটে টানা ২১ ঘণ্টা দমদম বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ। রবিবার ২৬ মে দুপুর ১২টা থেকে সোমবার, ২৭ মে সকাল ৯টা পর্যন্ত অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সমস্ত বিমানের অপারেশন স্থগিত করা হয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, ৩৯৪ টি বিমান বাতিল হয়েছ। ঘূর্ণিঝড় রেমালের দাপটে কলকাতা এবং পাশ্ববর্তী এলাকায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া, ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। রবিবার বেলা গড়াতেই শুরু হয়েছে বৃষ্টি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, আবহাওয়ার দুর্যোগের জন্য এত দীর্ঘসময় বিমান পরিষেবা বন্ধ রাখার নজির কলকাতা বিমানবন্দরে সাম্প্রতিককালে নেই। ইতিমধ্যে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই জন্ম নিয়েছে ‘রেমাল’। আজ, রবিবার মধ্যরাতে উপকূল এলাকায় আছড়ে পড়ার কথা রয়েছে। শুধু মাত্র বিমান পরিসেবায় নয় একাধিক ট্রেন পরিষেবাও বন্ধ রয়েছে।