
ওঙ্কার ডেস্ক: ৪২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও তুরস্কে আটকে ২৫০ জন যাত্রী। তাদের মধ্যে ২০০ জনের বেশি ভারতীয় বলে জানা গিয়েছে। ভার্জিন আটলান্টিক ফ্লাইটে চেপে লন্ডন থেকে মুম্বই আসছিলেন ওই যাত্রীরা। কিন্তু মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটির জরুরি অবতরণ করানো হয় তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে। কিন্তু তুরস্কে অবতরণের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
ভার্জিন আটলান্টিকের মুখপাত্র এ বিষয়ে বলেছেন, ‘আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। প্রয়োজনীয় কারিগরি অনুমোদন পাওয়ার পর ৪ এপ্রিল শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২:০০ টায় দিয়ারবাকির বিমানবন্দর থেকে ভিএস১৩৫৮ বিমানটি মুম্বাইয়ের দিকে রওনা দেবে।’ তিনি আরও বলেন, ‘যদি অনুমোদন না পাওয়া যায়, তাহলে বিকল্প বিমানে করে আমাদের যাত্রীদের মুম্বইয়ে পৌঁছে দেব।’
অন্যদিকে আটকে পড়া যাত্রীরা বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে নানান অভিযোগে সরব হয়েছে। শৌচাগারের অব্যবস্থা-সহ একাধিক বিষয়ে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ, ৩০০ জনেরও বেশি যাত্রীর জন্য একটি মাত্র শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। এমনক ঠান্ডা থেকে বাঁচতে কম্বল দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন যাত্রীরা। ভার্জিন আটলান্টিকের তরফে জানানো হয়েছে যাত্রীদের জন্য হোটেল এবং খাবারের বন্দোবস্ত করা হয়েছে। গোটা বিষয়টির উপর নজর রাখা হিচ্ছে বলে জানিয়েছে আঙ্কারায় অবস্থিত ভারতীয় দূতাবাস।