
স্পোর্টস ডেস্ক : আইএসএলে গত ৪ ম্যাচে এগিয়ে থেকেও জয় আসেনি ইস্টবেঙ্গলের। তবে এদিন নর্থ ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়ে ষোলোকলা পূর্ণ টিম লাল হলুদের। আর দলের এই সাফল্যর পরে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বললেন,’অবশেষে আমরা জয় পেলাম, ভাগ্য সুপ্রসন্ন হল। আমরা চেষ্টা করে গিয়েছি। যে সুযোগগুলো আজ আমরা পেয়েছি, তা থেকে গোল করেছি। অনেক জায়গা তৈরি করতে পেরেছি। কারণ, দল ঘন ঘন আক্রমণে উঠছিল। ওরা পেনাল্টিও মিস করেছে। আমরা সৌভাগ্যবান যে ক্লিন শিট বজায় রাখতে পেরেছি। ফুটবল এ রকমই। আজ আমাদের সব কিছুই ঠিকঠাক হয়েছে। চেন্নাইনের বিরুদ্ধেই আমরা ২-০-য় জিততে পারতাম। কিন্তু আজ আমরা জায়গা তৈরি করে তা সফল ভাবে কাজে লাগাতে পেরেছি, পাসিং খুব ভাল হয়েছে। ফলে পুরো পয়েন্ট পেয়েছি। গত কয়েক মাস ধরে আমরা অনুশীলনে যে ফিনিশিংয়ের প্র্যাকটিস করে আসছি, এত দিনে তা কাজে এল।’ তবে আত্মতুষ্ট নন কুয়াদ্রাত।। তার কথায়,’আত্মতুষ্টির কোনো জায়গাই নেই।এখনও সামনে দীর্ঘ লিগ, অনেক ম্যাচ। আমাদের পরিশ্রম করে যেতে হবে। সবাই মিলে চেষ্টা করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা ভাল খেলতে শুরু করেছি। এই ফর্ম যদি ধরে রাখতে পারি, তা হলে আর সেরা ছয়ের বাইরে আমাদের বেশিদিন দেখতে হবে না। পরের ম্যাচেও (পাঞ্জাব এফসি) আমরা এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। তবে ফোকাস বজায় রাখতে হবে”।অতীতে দলের ব্যর্থতা টেনে লাল হলুদ কোচ বললেন,আগের মরশুমগুলোতে ধারাবাহিকতা ছিল না ঠিকই। তবে এখন আর অতীতকে মনে রেখে চললে হবে না। যা হয়ে গেছে, হয়ে গেছে। গোয়ার বিরুদ্ধে প্রথমার্ধে খুবই ভাল খেলেছিলাম আমরা। তার পর থেকে ক্রমশ উন্নতি করেছি। এখান থেকেই আমাদের আরও ওপরে উঠতে হবে। চেন্নাইনের বিরুদ্ধে যে খেলাটা খেলেছিলাম, তার চেয়েও আজ ভাল খেলেছি এবং আরও ভাল খেলতে হবে। না হলে সমস্যা হবে। তবে ছেলেরা জয়ে ফেরার জন্য যে পরিশ্রম করেছে অনুশীলনে, সে জন্য আমি খুশি। এমন একটা ভাল ফল ওদের প্রাপ্য ছিল”।