
স্পোর্টস ডেস্ক —-সালটা ১৯৮০। যুবভারতী ক্রীড়াঙ্গন হয়নি। ময়দানের বিভিন্ন মাঠের পাশাপাশি ইডেন গার্ডেন্সে হত ফুটবল। ১৯৮০ সালের ১৬ অগস্ট ইডেনে ছিল বড় ম্যাচ। আবেগের বড় ম্যাচেই বিরাট দুর্ঘটনা হয়। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সেই ম্যাচেও তার অন্যথা ছিল না। কিন্তু মাঠের লড়াইয়ের আঁচ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। ইডেনে সেই দিনটিতে লাখো সমর্থক। ছত্রভঙ্গ পরিস্থিতি। পদপিষ্ঠ হয়ে প্রাণ হারান ১৬জন ফুটবল প্রেমীর। খেলার মাঠে এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তারই প্রার্থনা করেন সকলে। ১৯৮১ সাল থেকে এই দিনটিকে ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবছরের মত এবারেও আইএফএর উদ্যোগে হলো অনুষ্ঠান ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সকাল ন’টা অবধি চলে রক্তদান। চলবে সন্ধে ছ’টা পর্যন্ত। এ বার রক্তদাতাদের দেওয়া হল বাংলার অন্যতম সেরা কোচ সঞ্জয় সেনের সই করা শংসাপত্র। রক্তদাতাদের উৎসাহ দিতে আসেন রাজ্যের ক্রীড়া-যুব ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ আরও বিশিষ্ট মানুষ। একইসঙ্গে ১৬ অগাস্ট এর ঘটনা নিয়ে সাংবাদিক অর্ঘ্য বন্দোপাধ্যায়ের বই নিয়তি প্রকাশ পেলো।