
শুভাশিস চট্টোপাধ্যায়ঃ ইংল্যান্ডের পর এবার প্রতিবেশি ফ্রান্সেও লাল লহর। বামেদের জয়জয়কার। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৫৭৭ আসনের ফ্রান্সের পার্লামেন্টে বামেরা ১৮০ টি আসনে জয়লাভ করেছে। তবে বৃহত্তম দল হলেও বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট সরকার গড়তে পারবে না। ফ্রান্সে সরকার গড়তে ম্যাজিক ফিগার ২৮৯, ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁকরের দক্ষিণপন্থী দল পেয়েছে মাত্র ১৬০টি আসন। ফলে ফ্রান্সে হ্যাং পার্লামেন্ট হচ্ছে বলেই ধারনা রাজনৈতিক বিশ্লেষকদের। বামেদের অভাবনীয় জয়ের খবর আসার সঙ্গে সঙ্গেই প্যারি কমিউনের দেশে ছড়িয়ে পড়েছে দাঙ্গার আগুন। প্যারিস সহ ফ্রান্সের একাধিক শহরে দক্ষিণপন্থী সমর্থকদের সঙ্গে অতিবাম সমর্থকদের মারামারি বেধে গেছে। ঘটছে অগ্নি সংযোগের ঘটনাও। গণ্ডোগোল থামাতে গিয়ে আক্রন্ত হয়েছে ফরাসি পুলিশও। ফ্যাসন এবং প্রেমের মক্কা প্যারিসের রাস্তায় নেমেছে দাঙ্গারোধী পুলিশ। ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অটল পরাজয়ের দ্বায় স্বীকার করে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। অতি দক্ষিণপন্থী দল মারিনি লে পেন্সের নেতা বামেদের জয়কে বিপর্যয়ের সঙ্গে তুলনার পাশাপাশি জানিয়েছেন ভোটের এই রায়কে তাঁরা মানেন না। প্রসঙ্গত বামেদের উত্থানের পাশাপাশি অধিকাংশ আসনেই শুধু পরাজিত হয়নি অতি দক্ষিণপন্থীরা কোথাও কোথাও তারা তৃতীয় স্থানে নেমে এসেছে। প্রসঙ্গত সামনেই ফ্রান্স অলিম্পিক, তার আগে ফ্রান্সে এই ডামাডোল সেদেশের ভাবমূর্তিতে কিছুটা হলেও আঘাত দেবে বলে মনে করছে আন্ত্রজাতিক মহল।