
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ বছর ১৯এর এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁর সহকর্মীদের বিরুদ্ধে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নির্যাতিতার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
একটি আবাসনের নিরাপত্তারক্ষীর কাজ করতেন নির্যাতিতা। গাজিয়াবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বিষয়ে বাকি নিরাপত্তারক্ষীদের সঙ্গে বনিবনা না হওয়ায় প্রথমে তরুণীকে মারধর করা হয়। পরে তিন সহকর্মী মিলে তাঁকে ধর্ষণ করে বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিতার মৃত্যু হয়। মঙ্গলবার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা এখনও প লাতক। বাকি দুই অভিযুক্তের খোঁজে পুলিশ। ঘটনায় সরগরম গাজিয়াবাদ।